Saturday, July 26, 2014

স্বপ্নে আল্লাহর রাসুল সাঃ - - - ০০১

শাহ ওলীউল্লাহ
মুহাদ্দিস দেহলভী
(রহমাতুল্লাহি আলায়হি)
বলেনঃ

...
''(একদা) আমার
শ্রদ্ধেয় পিতা শাহ
আব্দুর রহিম
(রহমাতুল্লাহি আলায়হি)
হুজুর আকরাম
(সাল্লাল্লাহু
আলায়হি ওয়াসাল্লাম)
কে স্বপ্নে দেখলেন।
তখন আরজ
করলেন-
ইয়া রাসূলাল্লাহ
(সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)!
ইউসুফ (আলায়হিস
সালাম)
কে দেখে মিশরের
মহিলাগণ তাদের
হাত
কেটে ফেলেছিল
এবং কতেক লোক
তাঁকে দেখে মারা যেত।
কিন্তু
আপনাকে দেখে এরুপ
অবস্থা কারো হয়নি।
তখন হুজুর
(সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
ফরমালেন-
আল্লাহ
তায়া'লা আমার
সৌন্দর্য মানুষের
দৃষ্টি থেকে সূক্ষ
মর্যাদাবোধের
কারণে গোপন
করে রেখেছেন
এবং যদি তা প্রকাশ
হয়ে যায়
তবে মানুষের
অবস্থা ইউসূফ
(আলায়হিস
সালাম)
কে দেখে যা হয়েছিল,
তার চেয়েও ভয়াবহ
হতো।
[সূএঃ দুররুস ছামীন
ফি মুবাশ্শিরাতিন
নাবিয়্যিল আমীন,
পৃষ্ঠা- ০৭]
...
অর্থাৎ হুজুর
(সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
ফরমালেন,
আমি আল্লাহর
প্রেমাস্পদ।
প্রেমিকের
ভালবাসার সূক্ষ
মর্যাদাবোধের
দাবী হয় যে, তার
প্রেমাস্পদকে তিনি ব্যতীত
আর কেউ যেন
না দেখে। এই
কারণে আল্লাহ
তায়ালা আমার রুপ
ও সৌন্দর্যকে শুধু
নিজে দেখার জন্য
মানুষের
দৃষ্টি থেকে গোপন
রেখেছেন।
...
সাগে মদিনা LINK

No comments:

Post a Comment