Saturday, March 29, 2014

মাওলানা শব্দের ব্যবহার কি শিরক ?

Source LINK  ===>> FB Page : Islamic Da'wah and Education Academy

উকিল সাহেব আমার প্রশ্নের উত্তরে কোন আয়াত বা হাদিস বলতে পারছিলো না। খুব পেরেশান হয়ে বসে ছিলেন। একেরপর এক সহীহ হাদিস অস্বীকারকারীদেরকেও আহলে হাদিস বলতে পারছিলেন না। তিনি চাচ্ছিলেন, সুযোগমত এই আলোচনা রেখে অন্য কোন আলোচনা শুরু করতে। আমার মুখ থেকে মাওলানা শব্দ বের হওয়াই তিনি উঁচু স্বরে বলতে লাগলেন, আপনি তওবা করুন। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে মাওলানা বলা শিরক ও কুফরী।

Thursday, March 20, 2014

নবজাতকের কন্ঠে দাজ্জালের আগমন বার্তা - ২০০৪

হযরত আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
“মহাযুদ্ধ ও কুস্তুন্তুনিয়া (ইস্তাম্বুল) জয়ের মধ্যখানে সময় যাবে ছয় বছর। সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে।"  -------- (ইবনে মাজা, খণ্ড ২, পৃষ্ঠা ১৩৭)