Monday, April 3, 2017

গাজী ইলমুদ্দীন

একটি ঘটনা ঘটেছিল ১৯২৬ সালে। স্বামী সরদানন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটি বই প্রকাশ করে। নাম, রঙ্গিলা রসুল। তার এমন স্পর্ধায় অখণ্ড ভারতের লক্ষ লক্ষ মুসলমান বিক্ষুদ্ধ হয়ে ওঠে। ‘গাজী ইলমুদ্দীন’ নামের এক নওজোয়ান তখন এতোটাই ক্রুদ্ধ হয়ে ওঠে যে, ওই দুর্ভাগাকে নিজ হাতে হত্যা করে।