Friday, April 15, 2016

এক নজরে বোকো হারাম

এক নজরে বোকো হারাম ===>> 

প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। প্রাথমিকভাবে তারা পশ্চিমা-ধাঁচের শিক্ষার বিরোধিতা করতো।
হাউসা ভাষায় বোকো হারাম কথাটির অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’
সামরিক অভিযান শুরু করে ২০০৯ সালে
নিহত হয়েছে কয়েক হাজার মানুষ, বেশিরভাগই উত্তর-পূর্ব নাইজেরিয়ায়। শত শত লোককে অপহরণ করা হয়েছে। তার মধ্যে স্কুলের অন্তত ২০০ ছাত্রী
তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যোগ দিয়েছে বোকো হারাম। নিজেদেরকে তারা এখন আই এসের ‘পশ্চিম আফ্রিকান প্রদেশ’ হিসেবে পরিচয় দিয়ে থাকে ----- BBC Bangla

No comments:

Post a Comment